টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : গরিব অসহায় মানুষদের সাহায্যার্থে ফ্রী বাজার নামক এক প্রতিষ্ঠান চালান দুর্গাপুরের দম্পতি শুভ চক্রবর্তী ও তার স্ত্রী রমা চক্রবর্তী। বরাবরই বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর ফ্যান তারা। একটিবারের জন্য দাদার দেখা পাওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর থেকে কলকাতা পায়ে হেঁটে পাড়ি দিলেন তারা। সোমবার স্বাধীনতা দিবসের দিন সবুজ পতাকা দেখিয়ে দম্পতির পদযাত্রার সূচনা করেন দুর্গাপুরের মহানগরী অনিন্দিতা মুখোপাধ্যায়। রাস্তায় যাত্রা পথে অসহায় মানুষদের বস্ত্রবিলি করবেন তারা এমনটাই জানান সংস্থার কর্ণধার।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে উল্টো জাতীয় পতাকা