পশ্চিম মেদিনীপুর: প্রাচীর তোলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর হাতাহাতিতে উত্তপ্ত হল বল্লভপুর। সোমবার রাস্তার ওপরেই এক পক্ষ আরেক পক্ষকে বেধড়ক পেটানোর দৃশ্য দেখা যায়। ফলে তীব্র চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর এলাকায়। জানা গিয়েছে, এলাকার একটি ড্রেনের ওপর পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদে জড়িয়েছে প্রতিবেশী দুই পক্ষ।
সোমবার সকাল থেকেই বিবাদ চরমে ওঠে। দুপক্ষের বিবাদ এর মাঝেই নির্মীয়মান পাঁচিল ভাঙতে উদ্ধত হয় এক পক্ষ। সেই সময়ই হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রতিবেশী দুই পরিবারের সদস্যরা। প্রকাশ্য রাস্তায় দীর্ঘক্ষণ চলে মারামারি। ভাঙ্গা ইট দুপক্ষ ছুড়তে থাকে একে অপরের দিকে।
ভাঙ্গা ইট লেগে জখম হয় এক শিশু বলে অভিযোগ মেলে। ইতিমধ্যেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুনঃ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান বামেদের