আসানসোল: চাকরির নামে আর্থিক প্রতারণা করার অভিযোগে দুই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন প্রতারিতরা। ঘটনা আসানসোল দক্ষিণ থানার বিএনআর মোড় সংলগ্ন এলাকার। এফসিআই, রেল সহ অন্যান্য নানা সরকারি সংস্থায় কাজ করিয়ে দেওয়ার নামে এলাকার বহু মানুষের কাছে থেকে প্রায় ৭০ লক্ষ টাকা তুলেছিলেন তিন প্রতারক এমনটাই অভিযোগ।
চাকরি তো দূরের কথা, টাকা ফেরত পাচ্ছিলেন না প্রতারিতরা। মঙ্গলবার দুই অভিযুক্তকে এলাকায় দেখতে পেয়ে ধরে ফেলেন প্রতারিতরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দুই অভিযুক্তকে আটক করেছেন তারা।
আরও পড়ুনঃ গাছের বিয়ের আসর বসল শহরে