পানাগড়: শনিবার সপ্তম আর্মড ফোর্স ভেটারেন্স দিবসে পানাগর সেনা ছাউনিতে এমনটাই জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন, যথাযোগ্য মর্যাদা সহকারে সপ্তম আর্মড ফোর্স ভেটারেন্স ডে পালিত হয় সেনা ছাউনিতে। দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন যুদ্ধ ও সীমান্তে নিহত জওয়ানদের পরিবারের পাশাপাশি প্রাক্তন সেনা কর্মীদের সম্মান প্রদর্শন করা হয়। উল্লেখ্য, ১৯৫৩ সালের ১৪ জানুয়ারি যুদ্ধবীর ভারতীয় সেনার প্রথম সেনাপ্রধান কে এম কারিয়াপ্পার অবসরের দিনটি আর্মড ফোর্স ভেটারেনস ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার।
তারই পরিপ্রেক্ষিতে শনিবার মর্যাদা সহকারে দেশ জুড়ে নটি স্থানে পালন করা হয় ভেটারেন্স দিবস। দেরাদুনে মূল অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটিতে সেনা শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রি সহ কর্তা ব্যক্তিরা। শনিবার এই অনুষ্ঠানে যোগ দিতে পানাগর সেনা ছাউনিতে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রথামাফিক সেনাবাহিনীর তরফে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। এদিন, এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা বিষয়ে তার অভিমত তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে কোন রাজনৈতিক বাক-বিতন্ডায় না গেলেও চব্বিশে দেশে নাগরিকত্ব আইন লাগু হচ্ছে বলে সরাসরি জানিয়ে দেন তিনি।
আরও পড়ুনঃ শত্রুঘ্ন এলেন দশরথের ঘরে