টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ প্রথম দিনেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। বয়কটের ধারাকে পেছনে ফেলে অনেক এগিয়ে গেছে ছবিটি। প্রথম দিনে বিশ্বব্যাপী ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে অয়ন মুখোপাধ্যায়ের ছবি। শিগগিরই ১০০ কোটির ক্লাবে যোগ দেবে বলে আশা করছে প্রযোজক করণ জোহর।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখে নিজের খুশি প্রকাশ করেছেন তিনি। ব্রহ্মাস্ত্র হিন্দি ছাড়াও তেলেগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।বিশাল বাজেটে তৈরি, এই ছবির ভবিষ্যত্ নির্ভর করে শুরুর দিনের সংগ্রহের ওপর।প্রথম দিনেই ছবিটিকে দর্শকরা যেভাবে নিয়েছেন, তার পরই এটি হিট হবে বলে ধারণা করা হচ্ছে। বয়কটের মিছিল, নিন্দার ঝড় সামলে সত্যিই উড়ান নিল রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’।
মন্দার বাজারে চমত্কার বক্স অফিস সংগ্রহের নজির তুলে বলিউডে লক্ষ্মী আনল ‘ব্রহ্মাস্ত্র’। ক্রমাগত অপমান আর ভরাডুবির হাত থেকে বাঁচাল হিন্দি ছবির দুনিয়াকে, এমনটাই মনে করছেন সমালোচকেরা। ৪০০ কোটি টাকা বাজেটের ছবি যে উদ্বোধনীতেই মাত করবে, এমনটা আশা করেননি অনেকেই। তবে তরণ আদর্শের মতো চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা অবশ্য দু’সপ্তাহ আগেই এমন একটা ফলের কথা বলে রেখেছিলেন। প্রায় পাঁচ বছর নিরলস পরিশ্রম করে ছবিটি তৈরি করেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
অভিনয়ে আছেন রণবীর কাপুর আলিয়া ভাট মৌনি রায় , অমিতাভ বচ্চন সহ আরো অনেকে। এই ছবির মধ্যে তিনটি প্রধান বিষয় রয়েছে, একটি হল হিন্দু মাইথলোজির স্পর্শ, রণবীর-আলিয়ার প্রেম ও দুর্দান্ত ভিএফএক্স-এর কাজ। সিনেমাটি হয়তো অনেক আগেই মুক্তি পেত, কিন্তু করোনা র জন্য ছবিটি মুক্তি পেতে দেরি করে। তবে, করোনা আবহয়ের পর বলিউডের এই ‘ব্রহ্মাস্ত্র’ মোটা অঙ্ক এনে দিয়েছে বক্স অফিসের ঘরে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে আনা হলো বিরাট পরিবর্তন