পুরুলিয়া: তৃণমূল সরকার ব্যানের সরকার। পুরুলিয়া সফরে এসে এমনই ভাষায় রাজ্য সরকারকে বিধলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। মঙ্গলবার বিজেপি সংস্কৃতি সেলের উদ্যোগে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের হিল টপে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সংস্কৃতি সেলের রাজ্য কনভেনার তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
কবিগুরুর প্রতিচ্ছবিতে মাল্যদানের পাশাপাশি আবৃতি নৃত্য সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। দ্য কেরালা স্টোরি (The Kerala Story)সিনেমাটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা রুদ্রনীল।