পূর্ব মেদিনীপুর: শিশু চোর (Child theft) সন্দেহে গণধোলাইয়ের ঘটনা ঘটল মেচেদায়। বুধবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদার কাকডিহি বাজারে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করেন এলাকার মানুষজন। বাজারে অচেনা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হয় তাদের। তারপরেই তাকে বাজারে একটি খুঁটিতে বেঁধে শুরু হয় গণধোলাই। পরে তাকে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুনঃ নারায়ণ খাড়গের অফিসে হানা পুলিশের