পূর্ব মেদিনীপুর: চুরি করার অপরাধে এলাকাবাসীর রোষের মুখে পড়লেন এক ব্যক্তি। প্রকাশ্যে বেধড়ক মারধরের পাশাপাশি শাস্তির নিদান স্বরূপ নোংরা জলে ফেলা হলো তাকে।। মঙ্গলবার সাত সকালে এমনই অমানবিক ঘটনার সাক্ষী রইল পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়ি এলাকা।
নিমতৌড়ির সাঁওতালচক বাশপুল এলাকার ঘটনা। সোনা চুরি করার অপরাধে এক ব্যক্তিকে পাকড়াও করে এলাকাবাসী। পোস্টে বেঁধে চলে বেধড়ক মার। পরে নোংরা জলে তাকে শুতে বাধ্য করা হয়। অরাজী হওয়ায় ফের চলে মার। অমানবিক ঘটনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ দুই মাথা বিশিষ্ট বাছুর! খবরের চাঞ্চল্য