পুরুলিয়া:নিজেরা সেরকম ভাবে লেনদেন করেননি কখনো। অথচ কদিন ধরে মোবাইলে মেসেজ পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার লেনদেন হচ্ছে। ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ভালুবাসা সমবায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যাংক ম্যানেজার এবং জেলাশাসক ও সমবায় দপ্তরের দারস্থ হয়েছেন গ্রাহকরা।
অভিযোগ ওই সমবায় ব্যাংকের গ্রাহকদের অজান্তে একাউন্টে লক্ষাধিক টাকা ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে এত টাকা আসছে এবং কিভাবে কেটে নেওয়া হচ্ছে তা বুঝতেই পারছেন না গ্রাহকেরা। অদ্ভুত কান্ড দেখে চক্ষু চরকগাছ হয়ে উঠেছে গ্রাহকদের। এ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি জেলাশাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন ভালুবাসা সমবায় ব্যাংকের গ্রাহকেরা।
আরও পড়ুনঃ অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক