বীরভূম: অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন। শনিবার ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বীরভূমের মোহাম্মদবাজার থানার খয়রাকুরি গ্রামের কাছে। জানা যায় এদিন মোহাম্মদবাজারের বিষ্ণুপুর থেকে একটি অটোতে করে চারজন যাত্রী সিউড়ির দিকে আসছিলেন।
জাতীয় সড়কের খয়রাকুরি গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির। দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ পর্দা ফাঁস নকল বৃহন্নলার!