পুরুলিয়া : টোটোর দৌড়াত্মে অতিষ্ট শহরবাসী। বিন্দুমাত্র নিয়ম না মেনেই শহরের প্রধান রাস্তা অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছে অগুনতি টোটো। বাড়ছে দুর্ঘটনা। তারমধ্যে কোথাও দেখা যাচ্ছে নাবালকের হাতে টোটোর স্টেয়ারিং আবার কোথাও নম্বর প্লেটের বালাই নেই নেই রেজিস্ট্রেশন নম্বর। সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে টোটোর যাতায়াত।
পুরুলিয়া (Purulia) শহরে সরকারিভাবে বৈধ টোটোর (Toto) সংখ্যা প্রায় ১৯০০ অথচ শহরের বুকে ঘুরে বেড়াচ্ছে প্রায় পাঁচ হাজারেরও বেশি টোটো। অবৈধ টোটোর দৌড়াত্মে নাজেহাল পথ চলতি সাধারন মানুষজন। এদিন দেখা যায় অধিকাংশরতুগুলিতে নেই কোন রেজিস্ট্রেশন নেই চালকদের ড্রাইভিং লাইসেন্স। তবে টোটোর দৌড়াত্মের কথা কার্যতা স্বীকার করে নিয়েছেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালী। আগামী দিনে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযানে নামবে পৌরসভা বলেও আশ্বাস দেন নবেন্দু মাহালী।
আরও পড়ুনঃ ১৩ বছর পর ঘরে ফিরলেন বাম কর্মীরা