দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত কারখানার(DURGAPUR STEEL PLANT) তৃণমূলের ঠিকা শ্রমিক সংগঠনের(INTTUC) গোষ্ঠী দ্বন্দ্বে(TMC GROUP CONFLICT) উত্তাল হয়ে উঠলো এলাকা। বৃহস্পতিবার সকালে বেশ কয়েকজন ঠিকা শ্রমিক(WAGE LABOUR) কারখানার গেটে কাজে যোগদান করতে গেলে তাদের উপরে ইট বৃষ্টি করে তৃণমূলেরই(TMC) একাংশ, এমনই অভিযোগ।
এই ঘটনায় মাথা ফেটে যায় শেখ শামসুদ্দীন নামক এক ঠিকা শ্রমিকের। তাকে তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে(DSP MAIN HOSPITAL) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তার অভিযোগ এদিন যখন তারা কাজে যোগদান করতে যাচ্ছিলেন সেই সময় শেখ গোলাম রসুলের নেতৃত্বে বেশ কয়েকজন তাদের উপর হামলা চালায়।
সূত্রের খবর এই গোলাম রসূল তৃণমূল করেন। দিন কয়েক আগে জেলার নেতৃত্ব দুর্গাপুর ইস্পাতের সাতজন শ্রমিক নেতা কে বহিষ্কার করে, এই ঘটনা তারই জের বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ শিশুচোর সন্দেহে গণধোলাই, চাঞ্চল্য এলাকায়