উত্তরবঙ্গ: পণের (Dowry) দাবিতে শশুরকে মারধরের অভিযোগ উঠল জামাই এর বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরে টিউবয়েলের হাতল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করে জামাই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের টাকাগাছ বাঁধেরপাড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি লোকজনের সঙ্গে অশান্তি চলছিল বাড়ির জামাইয়ের। এর আগেও অভিযুক্ত জামাই বিজয় পনের দাবিতে স্ত্রীকে মারধর করতে বলে জানা গেছে।
এদিন অশান্তির চরমে ওঠায় শশুরের মাথায় টিউবয়েলের হাতল দিয়ে আঘাত করে জামাই। ঘটনায় গুরুতর আহত হন শশুর তাপস সরকার । বর্তমানে তিনি এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরপরে জামাইকে পাকড়াও করে গণপিটুনিদেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ী থানার পুলিশ। অভিযুক্ত জামাইকে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ। এদিন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ চিকিৎসকের বাইকে আগুন, চাঞ্চল্য এলাকায়