টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো রাজ্যে।স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা লাগাতে গিয়ে বাধল বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। মৃত যুবকের নাম সৌমিক দত্ত। বয়স কুড়ি বছর। বাড়ি আসানসোল কল্যাণপুর হাউসিং এলাকায়। স্বাধীনতা দিবসের সকালে বাড়ির ছাদের ওপর ফ্ল্যাগ লাগাতে যায় সৌমিক।
ফ্ল্যাগ লাগানোর জিআই তার বাড়ির পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে লেগে যাওয়ায় ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌমিক। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় কাউন্সিলর অনিমেষ দাস।
আরও পড়ুনঃ দীঘা সৈকতে উপচে পড়া ভিড়