কাঁকসা : মঙ্গলবার চারটে কুড়ি মিনিট নাগাদ পানাগড়ে এসে পৌঁছান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। এছাড়াও সেকেন্ড ইন কমান্ড অভিষেককে সংবর্ধনা জানাতে সেখানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, দুর্গাপুরের বিদায়ী মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলা ও কাঁকশা ব্লক তৃণমূলের নেতৃবৃন্দ।
এদিন, পানাগর বাজারের গুরদুয়ারাতে এসে উপস্থিত হলে শিখ সমাজের পক্ষ থেকে অভিষেকের মাথায় পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পরে গুরুদোয়ারায় শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে একমাত্র আলাপচারিতা সারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন, অভিষেককে ঘিরে দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
তারই পরিপ্রেক্ষিতে তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গাড়ির ওপরে উঠে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। এরপরই পানাগড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দেন দুর্গাপুরের উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ পান্তা উৎসব ইস্পাত নগরীতে