দুর্গাপুর: শেষমেষ চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচেন তিনি। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পান ওই ব্যক্তি। জানা গিয়েছে, দিন তিনেক আগে যৌন উত্তেজনার বশে নিজের যৌনাঙ্গে বিভিন্ন মাপের দু-দুটি সূঁচ ঢুকিয়ে দেন তিনি। আসানসোলের বাসিন্দা বছর উনপঞ্চাশের ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানা যায়।
এদিকে, ঘটনার জেরে তার প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। তড়িঘড়ি চিকিৎসকের শরণাপন্ন হন আহত ওই ব্যক্তির পরিবারের লোকজনেরা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ মত তাকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই সিস্টোস্কপির মাধ্যমে ওই সূঁচ দুটি বের করা সম্ভব হয়।
অপারেশন ছাড়া ওই সূঁচ দুটি বের করা বেশ ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান চিকিৎসকরা। তবে বড়োসড়ো বিপদের আশঙ্কা থাকলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তারা। এদিকে, প্রস্রাব না হওয়ার দরুন উত্তেজনার বশে তিনি এই কাজ করে ফেলেছেন বলে জানান আহত ওই ব্যাক্তি।
আরও পড়ুনঃ কাটমানির কবল থেকে রেহাই পেলেন না অভিনেতা তথা সাংসদের ভাই