মুর্শিদাবাদ: ফের বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলা। পাচারের আগে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট(Yaba tablet) সহ গ্রেপ্তার করা হলো চার যুবককে। জানা যায় সামসেরগঞ্জের চাঁদপুর ফিডার ক্যানেল এলাকার রাস্তা হয়ে ঝাড়খন্ড থেকে বাংলায় মাদক পাচারের চেষ্টা চালাচ্ছিলেন দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জের পুটিমারি এলাকায় অভিযান চালায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
তিনজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ৯হাজার ইয়াবা ট্যাবলেট (Yaba tablet)। যার হাতে তুলে দেওয়ার জন্য নিষিদ্ধ ট্যাবলেট গুলোকে নিয়ে আসা হয়েছিল তাকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মোঃ ফারুক আহমেদ, মোহাম্মদ কুতুবউদ্দিন, মোহাম্মদ লিনারুদ্দিন ও সালমান হোসেন তালুকদার।
ধৃতদের দুজনের বাড়ি মণিপুরে। একজন আসামের ও একজন মুশিদাবাদের সুতির বাসিন্দা। পাচার চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুনঃ ভরাট পুকুরের ফের খনন !