টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : প্রায় ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে নাম জোরালো বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম নামকরা অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বন্ধু সুকেশ চন্দ্রশেখরের কারণে ফের একবার বিপাকে পড়লেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। জানা গিয়েছে ইডির চার্টশিটে অভিনেত্রী জ্যাকলিনের নাম রয়েছে।
প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই।অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও জুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বুধবারই এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। ইডি আধিকারিকদের অভিযোগ, সুকেশকে দুর্নীতিবাজ জেনেও তাঁর টাকায় বিভিন্ন সময়ে সুবিধে উপভোগ করেছেন বলিউড অভিনেত্রী।
জেনেবুঝেই সুকেশ চন্দ্রশেখরের তোলাবাজির টাকা আত্মসাত্ করেছেন জ্যাকলিন, অভিযোগ ইডির। এবার সেই প্রেক্ষিতেই নয়া চার্জশিটে নাম জুড়েছে জ্যাকলিনের। ইডির ম্যারাথন জেরার মুখে অভিনেত্রী নিজমুখে স্বীকার করেছেন যে, সুকেশ তাঁকে একাধিকবার বহুমূল্য উপহার দিয়েছেন। জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের কাছ থেকে উদ্ধার হল ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা