পশ্চিম মেদিনীপুর: দুর্ঘটনাগ্রস্থ কন্টেইনারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের বেলদায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বেলদা বাইপাস এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় খরগপুর থেকে উড়িষ্যাগামী একটি ইলেকট্রিকের সামগ্রি বোঝায় কন্টেইনার বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে।
তারপরেই আগুন লেগে যায় কন্টেনারটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ। আহত অবস্থায় কন্টেইনারের চালককে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। খড়গপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কন্টেইনারে থাকা সামগ্রী সবই পুড়ে গিয়েছে বলে জানা গেছে।। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে।
আরও পড়ুনঃ চুরির অপরাধে বেধড়ক মার!