বাঁকুড়া: নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লড়ি ঢুকে পড়লো রাস্তার ধারের দোকানে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি দোকান। নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। রবিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সদর থানার কাঞ্চনপুরে। জানা যায় ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিক থেকে একটি পাথর বোঝাই দশ চাকার লরি বাঁকুড়ার দিকে যাচ্ছিল।
কাঞ্চনপুর বাজার এলাকায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডার ভেঙে দুটি দোকানে ধাক্কা মারে লরিটি। দুমড়ে মুচরে যায় একটি হোমিওপ্যাথিক ক্লিনিক ও একটি মুদি দোকানের সামনের অংশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দিনের বেলায় দুর্ঘটনাটি হলে প্রাণহানি ঘটতো বলে দাবি স্থানীয়দের। এলাকায় যানবাহনের বাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ দিঘার হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকেরা