আসানসোল : প্রবল জল সমস্যায় ভুগছেন মানুষজন। বাধ্য হয়ে মেয়রকে স্মারকলিপি দিলেন এলাকাবাসী। ঘটনা আসানসোল পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গা মহিশীলা এলাকার। এই এলাকার জলের লাইনটি পিএইচইর অধীনস্ত এই বলে দায় ঝেড়েছেন এলাকার জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের একটা সমস্যা রয়েছে। বারবার অনুরোধ জানিয়েও সমস্যার কোন সমাধান হয়নি।
এই সমস্যা থেকে মুক্তি পেতে মঙ্গলবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন এলাকাবাসী। পুরো বিষয়টি বিস্তারিত শুনে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধান উপাধ্যায়। ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি কর্মকার বিষয়টি স্বীকার করে নিয়ে জানান, পিএইচইর ইঞ্জিনিয়াররা এবং কর্পোরেশনের মেয়রের আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান করা হবে।
আরও পড়ুনঃ জাহাজের যন্ত্রাংশ সহ আটক আট