পুরুলিয়া : ডাইনি অপবাদের জেরে প্রায় তিন মাস ঘরছাড়া এক আদিবাসী পরিবার। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে কোন সুরাহা না হওয়ায় বাড়ি ফেরার আবেদন জানিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ওই পরিবার।। স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েক মাস আগে গ্রামের বাসিন্দা বছর ৫০ এর এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর জন্য গ্রামের বাসিন্দা এক কৃষক পরিবারকে দায়ী করেন এলাকার এক ওঝা। বলা হয় পরিবারের স্বামী-স্ত্রী ডাইনী বিদ্যায় পারদর্শী।
এরপরে গ্রামের মোড়লরা ওই পরিবারকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম সভার আয়োজন করে প্রায় এক লক্ষ টাকা জরিমানা করে। হতদরিদ্র পরিবারটি ঘরের জিনিসপত্র, জমি বন্ধক দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মোড়লদের হাতে তুলে দেন। বাকি টাকা দিতে না পারায় প্রাণভয়ে দম্পতিকে গ্রাম ছাড়তে হয় বলে অভিযোগ। বন্দোয়ান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও পড়ে তারা জামিনে মুক্তি পেয়ে যান।
ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও আদিবাসী পরিবারটি এখনো ঘরছাড়া। নিরাপত্তা সহ বাড়ি ফেরার আর্জি নিয়ে জেলা পুলিশ সুপারের দারস্থ হয়েছেন নির্যাতিতা পরিবার। পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।