দক্ষিণ ২৪ পরগনা: চুরি যাওয়া জাহাজের যন্ত্রাংশ উদ্ধার। আটক আটজন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফ্রেজালগঞ্জ থানার ওসি শুভেন্দু দাসের নেতৃত্বে অভিযান চালায় সুন্দরবন ফেজারগঞ্জ থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, দীর্ঘদিন ধরে জাহাজ ডুবি চর থেকে যে দুই থেকে তিনটি জাহাজ ডুবেছিল জাহাজের পার্টস সহ অন্যান্য যন্ত্রাংশ কেটে গোপনে বিক্রি করা হচ্ছে। এদিন সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল টীম জাহাজ ডুবি চর থেকে চুরি করা জাহাজের কাটা অংশ বাজেয়াপ্ত করে। এই ঘটনায় জড়িত থাকা ৮ জনকে মঙ্গলবার কাকদ্বীপ দিওয়ানি ও ফৌজদারি আদালতে পেশ করে ফেজারগঞ্জ সুন্দরবন পুলিশ জেলার স্পেশাল ফোর্স।
আরও পড়ুনঃ বেপরোয়া লরি ঢুকে পড়ল দোকানে