জামুরিয়া: জেলা জুড়ে কোটি কোটি টাকার লটারি দুর্নীতি এলো প্রকাশ্যে। পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন 12 জন।দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ঝারখন্ড লটারির কারবার রমরমে হয়ে উঠেছিল। খবর সামনে আসতে তৎপর হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাররেট। অবৈধ কারবারের সাথে যুক্ত ১২ জনকে আটক করে জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আসানসোলের লটারি ব্যবসায়ী অরবিন্দ পান্ডে ও রবি গিরি ঝাড়খণ্ডের অবৈধ লটারি আসানসোলের রানীগঞ্জ জামুরিয়া পাণ্ডবেশ্বর বিভিন্ন লটারি ব্যবসায়ীদের হাতে তুলে দিতেন।
গোপন সূত্রে খবর পেয়ে জামুরিয়ার অজিত গুপ্তা ও কমলেশ কুমার গুপ্তা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে জামুরিয়া থানার পুলিশ। পুলিশে জেরায় উঠে আসে একাধিক নাম। এরপরেই অভিযান চালিয়ে আসানসোল থেকে অরবিন্দ পান্ডে, রবি গিরির পাশাপাশি জামুরিয়া থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। কারবারে জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ। ধৃতদের ১০ জনকে শুক্রবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। অরবিন্দ, রবি ,অজিত ও কমলেশের ৭ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রের খবর।
আরও পড়ুনঃ পিএইচই ও কর্পোরেশনের টানাপোড়নে জল সংকট