টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : প্রতিনিয়ত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বিখ্যাত বলিউড কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের। এখনও সংজ্ঞাহীন রাজু। তাঁর আরোগ্য কামনায় পরিবার, আত্মীয়-স্বজন থেকে অনুরাগীরা। উল্লেখ্য, গত ১০ আগস্ট জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব।
তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। বুধবার রাত থেকেই পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকে। দিল্লির এমস সুত্রে খবর, স্ট্যান্ড-আপ কমেডিয়ান শারীরিক পরিস্থিতি ভীষণ আশঙ্কাজনক। রক্তচ্চাপ নেমে গিয়েছে।
কমেডিয়ানের মস্তিষ্ক একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছে। প্রায় ব্রেন ডেথ পরিস্থিতি। রাজু শ্রীবাস্তবের দ্রুত আরোগ্য কামনা করছে তার অনুরাগীরা। তাঁর স্ত্রী পদ্মা শ্রীবাস্তবকে ফোন করে খোঁজ নেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিংয়ের মতো ব্যক্তিত্বরা। এমনকি বিগ বিও কমেডিয়ানের আরোগ্য কামনায় ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, ‘রাজু অনেক হয়েছে। এবার তো জাগো।
আমাদের সকলকে আবার আগের মতো হাসাও।’ ৫৮ বছর বয়সী কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি রাজু শ্রীবাস্তবের। তার পরিবারের লোকেরা এখন মিরাকেলের উপরেই ভরসা রাখছেন।
আরও পড়ুনঃ ২০০ কোটির চার্জশিট নাম জ্যাকলিনের